বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০১১

'বিসমিল্লাহির-রহমানির রহিম' বাদ পড়বে।

ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানে ১৯৭২ সালের 'প্রস্তাবনা' ফিরিয়ে আনার সুপারিশ করবে সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটি। এর ফলে সংবিধান থেকে 'বিসমিল্লাহির-রহমানির রহিম' বাদ পড়বেসেক্ষেত্রে 'বিসমিল্লাহির-রহমানির রহিম', 'দয়াময়, পরম দয়ালু, আল্লাহের নামে' ও 'সর্বশক্তিমান আল্লাহের উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস'- এই কথাগুলো সংবিধানে থাকবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন